Loading...
মোহাম্মদ আশরাফ হোসেন
লেখকের জীবনী
মোহাম্মদ আশরাফ হোসেন (Mohammad Asraf Hossain)

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামে ১৮৯২ সালে জন্ম ।পিতা মােহাম্মদ জওয়াদ ও মা সৈয়দা সাকেরা-ভান। পেশায় শিক্ষক | ১৯২৫ সালে ‘নিখল ভারত সাহিত্য সংঘ কর্তৃক প্রদত্ত সাহিত্যরত্ন’ ও। ‘কাব্যবিনােদ’ উপাধি ও সার্টিফিকেট লাভ। ১৯৩৫ সালে বঙ্গ সাহিত্য মহামণ্ডল’ তাঁকে ‘পুরাতত্ত্ববিদ’ উপাধি প্রদান। করে। ১৯৬৪ সালে পাকিস্তান সরকারকর্তৃক ‘তমঘা-এ-কায়েদে-আযম’ খেতাবে ভূষিত এবং স্বর্ণপদক প্রাপ্ত হন। এক-কালের কলকাতা। বেতারের গীতিকার ও লােকগীতি সংগ্রাহক-লােকসাহিত্যপ্রাণ। মােহাম্মদ আশরাফ হােসেন ১৯৬৫ সালের ২৪ জানুয়ারি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোহাম্মদ আশরাফ হোসেন এর বইসমূহ