Loading...
মোশাররফ হোসেন (মিন্টু)
লেখকের জীবনী
মোশাররফ হোসেন (মিন্টু) (Mosharrof Hossain (Mintu))

মোশাররফ হোসেন - একজন আপাদমস্তক নিরীহ মানুষ। আলু, পটল, ডিমের গ্যাঁড়াকলে পড়ে ইবনে বতুতা না হয়ে গণনযন্ত্রের প্রকৌশলী হয়ে গেছেন। মাচু পিচু আর ইনকা সভ্যতার পরিবর্তে প্রতিদিন দেখেন মালিবাগ আর মৌচাকের জ্যাম। জন্মতারিখ কিংবা জন্মসাল আয়োজন করে জানানোর মতো বিখ্যাত তিনি এখনও হননি। শৈশব, কৈশোর কেটেছে রাজধানীতেই; পড়াশোনা এই শহরের কোন এক পূর্ব-পশ্চিম বিশ্ববিদ্যালয়ে। ভালোবাসেন সিনেমা দেখতে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে কিছু বিদেশি সিনেমার বাংলা সাবটাইটেল করেছেন। মূলত পাঠক - পড়তে পড়তে এদিক সেদিক ঘুরে বেড়ান কিংবা ঘুরে বেড়াতে বেড়াতে এটা সেটা পড়েন। পত্রিকায় দু’তিনটা লেখা ছাপা হলেও পূর্ব প্রকাশিত বইয়ের সংখ্যা শূন্য। ছোটবেলায় বিস্কুট দৌড়ে একটা পুরষ্কার পেলেও এরপর তিনি আর কোথাও কোন পুরষ্কার পাননি। বর্তমানে তিনি নয় মাস বয়সী নেহানের ফুল-টাইম বাবা; ঘুরে বেড়ানো, বই পড়ার মতো অন্য সব কাজগুলো সময় পেলে করে নেন।