কবি ও সংগঠক মোহাম্মদ নূরুদ্দীনের জন্ম ১৯৯৫ সালের ১৯ মার্চ হবিগঞ্জ জেলার অন্যতম প্রাকৃতিক সুন্দর উপজেলা চুনারুঘাটে। বাবা মোহাম্মদ আব্দুল মালেক, মা আয়েশা খাতুন । পড়াশোনা করেছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক, হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে স্থাপত্যবিদ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিএসসি (সম্মান) এবং এমএসসি । যুক্ত রয়েছেন সাংবাদিকতার সাথেও, সম্পাদনা করছেন ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা 'শিখা'র। নিজ দায়িত্ববোধ থেকে কাজ করছেন সামাজিক, সাংস্কৃতিক, সেবা ও শিক্ষামূলক বিভিন্ন সংগঠনের সাথে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ- “কবিতারা আমার বুকে বাসা বেঁধেছে”।