Loading...
মিলন রশীদ
লেখকের জীবনী
মিলন রশীদ (Milon Roshid)

লেখক মিলন রশীদ পেশায় একজন সাংবাদিক। হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনুসন্ধানমূলক কাজ করেছেন। এসব অনুসন্ধানে তিনি লোমহর্ষক গণহত্যার বিবরণ পান। এ কাজগুলো তিনি দীর্ঘ দিন ধরে করছিলেন। হবিগঞ্জের প্রত্যন্ত ও দূরস্থ অঞ্চলগুলো থেকে তিনি সংগ্রহ করেছেন পাকহানাদার কর্তৃক গণহত্যার শিকার হওয়া মানুষগুলোর নাম ও তাদের গল্প। “হবিগঞ্জের গণহত্যা” বইতে লেখক সেসব গল্পই তুলে ধরেছেন, যা গায়ে কাঁটা দেয়ার মত লোমহর্ষক।

মিলন রশীদ এর বইসমূহ