Loading...
আবদুল্লাহ আল সালেম আহমেদ
লেখকের জীবনী
আবদুল্লাহ আল সালেম আহমেদ (Abdullah Al Salem Ahmed)

আব্দুল্লাহ আল সালেম আহমেদ। সালেম নামেই তাকে সবাই চেনে। গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। বাংলাদেশ ব্যাংক স্কুলে প্রাইমারি আর সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি পাস করেন। ঢাকা কলেজ থেকে ১৯৮৭-তে এইচএসসি পাস করার পরে বুয়েটের সিএসসি থেকে পাস করেন ১৯৯৩-এর শেষে। এনবিআর-এ দেড় বছর কন্সালটেন্সি করেন। তারপর AIT, Thailand থেকে ১৯৯৬ সালে CS-এ MEngg। USA-এর নিউজার্সিতে চাকরি সূত্রে আসা হয় ১৯৯৮-এর শেষের দিকে। চাকরি শুরু ITS কোম্পানিতে। তারপর Unicef-এ কয়েক বছর কন্সালটেন্সির পর, IBM-এ প্রায় বছর তিনেক কর্মরত ছিলেন। বর্তমানে তিনি USDA-তে কর্মরত আছেন। এখন ভার্জিনিয়াতে বসবাস করছেন স্ত্রী, এক পুত্র আর এক কন্যাকে নিয়ে।

আবদুল্লাহ আল সালেম আহমেদ এর বইসমূহ