Loading...
ড. মো. রফিকুল আলম
লেখকের জীবনী
ড. মো. রফিকুল আলম (Dr. Md. Rafiqul Alam)

লেখকের শিক্ষাজীবন শুরু কুষ্টিয়ার চার্চ অফ বাংলাদেশ স্কুলে, ১৯৫৬ সালে। কুষ্টিয়া জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এস.এস. সি. পাশ করেন ১৯৬৫ সালে। ১৯৭০ সালে ঢাকার কলেজ অফ আর্টস এ্যান্ড ক্রাফট্স থেকে শিল্পকলার ইতিহাসে ‘ক্রেডিট মার্ক’ সহ ড্রইং ও পেইন্টিং-এ স্নাতক ডিগ্রী অর্জন। এম.এ. ইন্ ফাইন আর্টস সম্পন্ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৭৪ সালে (১৯৭২এর পরীক্ষার্থী)। ১৯৮৩ সালে ভারতের কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ‘ফাইন আর্টস—হিস্ট্রি অফ আর্টস’-এ পি.এইচ.ডি. ডিগ্রী (বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রী) লাভ, এবং ১৯৯০ সালে টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস এ্যান্ড মিউজিকে পোস্ট ডক্টরাল গবেষণা। বিষয়: উকি-ওয়ে ছাপাইচিত্র। ১৯৭৫ সালে খুলনা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে চারু ও কারুকলার প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। ১৮৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত খুলনা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন। ১৯৮৮ সালে চারুকলা ইন্সটিটিউটে শিল্পকলার ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান। বর্তমানে এই বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত। তিনি এই বিভাগের ভূতপূর্ব সভাপতি। ১৯৭২ সাল থেকে বাংলাদেশ বেতারের রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত। বিশিষ্ট শিল্প সমালোচক, গবেষক ও শিল্পকলার ইতিহাসবিদ। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলি হচ্ছে : ১. উপমহাদেশের শিল্পকলা, ২. পাশ্চাত্য শিল্পের ইতিহাস, ৩. বিশ্ব সভ্যতা ও শিল্পকলা, ৪. কিউবিজম ও অনুষঙ্গ, ৫. Folk Painting in Bangladesh, ৬. সুরিয়ালিজম ৭. বিশ্বের মৃৎশিল্প, ৮. ইসলামী সভ্যতা ও শিল্পকলা।