Loading...
প্রিয়তু শ্যামা
লেখকের জীবনী
প্রিয়তু শ্যামা (Priotu Shama)

প্রিয়তু শ্যামার জন্ম ব্রহ্মপুত্র নদের শহর ময়মনসিংহে। ২২ ফেব্রুয়ারি তাঁর জন্ম। তাঁর পড়াশোনা, চাকরি, জীবনের উচ্ছল দুরন্ত দিনগুলো সব এই শহরকে কেন্দ্র করেই। তিনি মূলত নারীর কথাই বলেন। নারী মনের অন্ধিসন্ধিতে তাঁর সদা সহজ বিচরণ। নারী হৃদয়ের গহিন সব কথাকে সহজাত বাক্যপ্রয়োগে পাঠকের সামনে তুলে ধরতে তিনি সিদ্ধহস্ত। নারীর দুঃখ-দূর্দশা, চাওয়া-পাওয়া তাঁর কলমের ডগায় চমৎকারভাবে ফুটে ওঠে। তাঁর প্রথম উপন্যাস 'পঞ্চরত্ন' পাঠক হৃদয়কে দারুণভাবে ছুঁয়ে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় 'জীবন এবং দীর্ঘশ্বাস', 'আমার আকাশে শরৎ আসে না' এবং নয়নতারা বইয়ের আত্মপ্রকাশ। এই বইগুলোও পাঠক সমানভাবে গ্রহণ করেছেন। লেখক সবসময় তাঁর লেখনির মাধ্যমে নিজেকে ঢেলে সাজানোর চেষ্টা করেন, যা পাঠক পড়া মাত্রই স্পষ্ট বুঝতে পারবেন।