Loading...
জেসমিন সুলতানা রচি
লেখকের জীবনী
জেসমিন সুলতানা রচি (Jesmin Sultana Rochi)

জেসমিন সুলতানা রচি'র জন্ম ১৭ ই এপ্রিলে ঢাকায়। তিনি প্রখ্যাত লেখক, সংবাদিক,সাহিত‍্যিক একুশে পদকসহ অসংখ্য পুরস্কারপ্রাপ্ত মরহুম সানাউল্লাহ্ নূরীর মেয়ে। আর তাঁর মা ছিলেন সুগৃহিনী মরহুমা মাহমুদা খাতুন। স্বামী ▪ অবসরপ্রাপ্ত সেনাঅফিসার,নেসারউদ্দিন আহমদ (স্বপন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর শিক্ষকতা করেন বিভিন্ন স্কুল ও কলেজে। সাহিত্যচর্চা আর সাংস্কৃতিক চর্চার পরিমন্ডলে তাঁর বেড়ে ওঠা। ছোট বেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। দৈনিক মুক্তকন্ঠে সাব-এডিটর হিসাবে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। এছাড়াও দৈনিক জনকন্ঠ,দৈনিক দিনকাল, কিশোর কন্ঠসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। বতর্মানেও তিনি গল্প,কবিতা লেখার সঙ্গে যুক্ত রয়েছেন। বইপড়া,গল্প-কবিতা লেখা, আবৃত্তি আর গান শোনা এবং ভ্রমণ করা তাঁর প্রিয় শখগুলির মধ্যে অন‍্যতম। একক কাব‍্যগ্রন্থ- 'একান্তই হৃদয়ে তুমি' ▪প্রকাশকাল-২০২২ ফেব্রুয়ারি। এই বইটিতে রয়েছে অসাধারণ সব কবিতা। কবিতাগুলো আপনার মন ছুঁয়ে দেবে। এবছরও বইমেলায় বইটি পাবেন। প্রকাশক▪ শিকদার ব্রাদার্স। রকমারিতে ওর্ডার করলেও বইটি পাবেন। তাঁর য‍ৌথকাব‍্যগ্রন্থসমূহ▪ মুক্ত আকাশ, মুক্ত বিহঙ্গ, অম্লান চেতনা এই তিনটি তাঁর যৌথ কাব‍্যগ্রন্থ

জেসমিন সুলতানা রচি এর বইসমূহ