মো. শওকত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর জন্ম ১৯৭০ সালের ১৮ এপ্রিল, জন্মস্থান বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত মঘিয়া গ্রাম। দর্শনের আপাত দুর্বোধ্য তত্ত্বসমূহ অভ্যস্ত সহজ-সরল ভাষায় উপস্থাপনের অনন্য কৌশলের ধারক এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন লেখা-লেখি শুরু করেন। বিভিন্ন পত্র-পত্রিকা ও গবেষণা জার্নালে তাঁর বিপুল পরিমাণ লেখা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত প্রকাশনা সংস্থা Springer থেকে প্রকাশিত Encyclo pedia of Eastern Religions-এ তাঁর লেখা স্থান পেয়েছে। দর্শন, সাহিত্য ও ধর্মতত্ত্ব তাঁর প্রিয় বিষয়। লেখকের প্রথম গ্রন্থ সমকালীন পাশ্চাত্য দর্শনের রূপরেখা ১৯৯৮ সালে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটির পাঠকপ্রিয়তা তাঁকে লেখালেখির প্রতি আন্তরিক করে তোলে। তাঁর লিখিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে: ইমাম আল-গাযালী ও ইবনে রুশদ-এর দর্শন, পাশ্চাত্য দর্শনের ইতিহাস: প্রাচীনকাল থেকে সমকাল, প্লেটোর প্রেমতত্ত্ব (Sympisum গ্রন্থের অনুবাদ), প্রাচীন ও মধ্যযুগের পাশ্চাত্য দর্শনের কথা, মুসলিম দর্শন: আল-ফারাবী, ইমাম আল-গাযালী ও ইবনে রুশদ, ইসলামি দর্শনের রূপরেখা, চিরায়ত গ্রিক দর্শনঃ প্লেটো ও এ্যারিস্টটল, আধুনিক পাশ্চাত্য দর্শনের আলো, চিরায়ত দর্শন: হিউম ও কান্ট, বার্ট্রান্ড রাসেলের দর্শন জগৎ জীবন সমাজ, জর্জ এডওয়ার্ড ম্যূরের দর্শন, নন্দনতত্ত্ব ইত্যাদি। তাঁর লিখিত উচ্চ-মাধ্যমিক যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অন্যতম পাঠ্য বই (Test Book) হিসেবে (উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য) নির্ধারিত হয়েছে।