Loading...
আজাদ বুলবুল
লেখকের জীবনী
আজাদ বুলবুল (Azad Bulbul)

আজাদ বুলবুল একাধারে শিক্ষক, গবেষক, কথাসাহিত্যিক, বাচিকশিল্পী ও শিক্ষা প্রশাসক। জন্ম- ১৯৬৫ সালের ১ নভেম্বর, নোয়াখালী জেলার চাটখিলের রামনারায়ণপুরে। বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর, এম ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে রাঙ্গামাটি মহিলা কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও গাছবাড়িয়া কলেজে শিক্ষকতা করেছেন। কর্মজীবনের সূচনা সাংবাদিকতা দিয়ে হলেও পানছড়ি কলেজে শিক্ষকতাকালে অরণ্যচারী আদিবাসী অন্ত্যজদের জীবনালেখ্য রূপায়ণে নিবিষ্ট হয়ে ওঠেন। আশির দশকের মধ্যভাগে লেখালেখি শুরু করলেও প্রথম গ্রন্থ প্রকাশিত ১৯৯৯ সালে। পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, সংস্কৃতি, রাজনীতি, ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বসবাসরত জনজাতির। ভাষা ও সংস্কৃতি বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। আলোড়ন সৃষ্টিকারী ‘হালদা’ চলচ্চিত্রের কাহিনি রচনার জন্য তিনি ২০১৭ সালের সেরা কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৮ সালে প্রকাশিত তার মহাকাব্যিক উপন্যাস ‘অগ্নিকোণ’ দেশে বিদেশে। বিপুলভাবে সমাদৃত হয়। আজাদ বুলবুলের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ বছর শিক্ষকতা করার পর ২০১৬ সালে তিনি শিক্ষা প্রশাসনে যােগ দেন। তাঁর বিদ্যায়তনিক নাম ড. গাজী গোলাম মাওলা। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক পদে কর্মরত রয়েছেন।