Loading...
আজাদ আলাউদ্দিন
লেখকের জীবনী
আজাদ আলাউদ্দিন (Azad Alauddin)

জন্ম ১ মে, ১৯৭৬: চাটখিল, নােয়াখালি। কবি, গল্পকার, প্রাবন্ধিক। প্রকাশিত গ্রন্থ (কবিতা) : আজাদী রােদের শ্লোক (২০০২); বীজের কষ্টে হেসে ওঠে চাষা (২০০৪); কুলার বাতাসে ওড়ে চালপােকা (২০০৭); আমার অসুখ (২০০৮); প্যাচিয়ে ওঠে আঁশ সােনালি ফাসে (২০০৮);। ফুল বউর কোলে শিশু (২০০৯); হেসে উঠি সুন্দরী পােয়াতি আমি রূপসী পুঁটি জ্যোতির্ময় শয়তান (২০০৯); মা না-হওয়ার সন্তান (২০১০); অন্ধের স্বর্ণখণ্ড চোখ (২০১০); আমন্ত্রিত গুলির সুঁইসুতা (২০১০); মৃতের শাস্ত্র/ সদাপ্রভু ভিখিরি ১, ২ (২০১১, ২০১২)।।