Loading...
নূরুল আনোয়ার
লেখকের জীবনী
নূরুল আনোয়ার (Nurul Anowar)

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে নূরুল আনোয়ারের জন্ম। বাংলাসাহিত্যে তাঁর বিচরণ দীর্ঘ প্রায় তিন দশক ধরে। তবে এ সময়ের পরিসরে তাঁর লেখার সংখ্যা খুব বেশি নয়। তিনি লেগে থেকে লেখালেখি করায় অনভ্যস্ত একজন লেখক। তবে যা লিখেছেন তা দিয়ে তিনি ইতোমধ্যে সাহিত্যে একটি সম্মানের জায়গা তৈরি করে নিয়েছেন। তাঁর লেখালেখির হাতেখড়ি হয়েছিল কাকা মনীষী লেখক আহমদ ছফার কাছে। পিতৃব্য আহমদ ছফাকে তিনি সাহিত্যগুরু হিসেবে মান্য করেন। উনিশ শ তিরানব্বই সালে স্টুডেন্ট ওয়েজ থেকে তাঁর প্রথম উপন্যাস ‘আত্মচরিত’ প্রকাশিত হয়েছিল। এই বই প্রকাশের পেছনে আহমদ ছফার নেপথ্য ভূমিকা ছিল। প্রথম বই প্রকাশিত হওয়ার পর পরই তিনি অনেক সাহিত্যবোদ্ধাদের নজরে চলে আসেন। তারপর থেকে নূরুল আনোয়ারকে আর পেছনে তাকাতে হয়নি। পরে পরে তাঁর আরও অনেকগুলো বই প্রকাশিত হয়। তার মধ্যে ‘আত্মবিলাপ’, ‘মানব ঈশ্বর’, ‘নরক উদ্যান’, ‘সেঁজুতি কাহিনি’, ‘লেখক’, ‘বেহেশতের রেলগাড়ি’, ‘যুদ্ধ এবং প্রেমপুরাণ’, ‘সাকিন গাছবাড়িয়া’, ‘কালোকাল’, ‘ভ্রমণ বাংলাদেশ’, ‘গল্পের পাগল ছেলেটি’, আহমদ ছফার জীবনীগ্রন্থ ‘ছফামৃত’, ‘সাহিত্যের রাজকুমার আহমদ ছফা’, আহমদ ছফার ভ্রমণ কাহিনির অনুবাদ ‘গ্যোতের দেশে’ অন্যতম। ২০২১ সালে তাঁর নতুন বই খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে ‘আহমদ ছফার কথাসাধনা’। সেই সঙ্গে একই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হল নূরুল আনোয়ারের দুই খ-ে ‘উপন্যাসসমগ্র ১ এবং উপন্যাসসমগ্র ২’। তিনি অল্প সময়ে নয় খ- ‘আহমদ ছফা রচনাবলি’ সম্পাদনার পাশাপাশি আহমদ ছফার অনেক বই সম্পাদনা ও সংকলন করে পাঠকদের মাঝে সাড়া জাগান। নূরুল আনোয়ার এগিয়ে না এলে পাঠকের আহমদ ছফা আবিষ্কার আরও অনেক বিলম্বে ঘটত, কিংবা আদৌ ঘটত কি না এটি অনেকে নির্দ্বিধায় স্বীকার করেন। বর্তমানে তিনি পিপিআরসি নামক একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কর্মরত।

নূরুল আনোয়ার এর বইসমূহ