Loading...
ম পানা উল্যাহ
লেখকের জীবনী
ম পানা উল্যাহ (M Pana Ullah)

ম পানা উল্যাহ্। জন্ম : ০১ জানুয়ারি ১৯৬৩। ধানশালিক ইউনিয়ন, ডাকঘর : চাপরাশীর হাট, গ্রাম : গুল্যাখালী। পিতা : নাদেরুজামান, মাতা : রেশমা খাতুন। একমাত্র বোন রৌশন আরা। সহধর্মিণী শামসুন নাহার। বহুমুখী প্রতিভার অধিকারী এই কবি নানামাত্রিক কাজের সঙ্গে যুক্ত। সংগীত, লেখালেখি, মানবাধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, যুব রেড ক্রিসেন্ট, খেলাঘর আসর, স্কাউট আন্দোলনে সম্পৃক্ততা-সর্বোপরি একজন সমাজকর্মী। উদার নৈতিক মূল্যবোধে বিশ্বাসী সৃষ্টিশীল এই কবি নব্বইয়ের দশকে টানা এক যুগ সাহিত্যপত্র, ‘সুরঞ্জনা’ সম্পাদনা করেন। ২০০৫ সাল থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা, বাংলাদেশের আউটরিচ প্রোগ্রামে নেটওয়ার্ক টিচার হিসেবে অদ্যাবধি যুক্ত রয়েছেন। দৈনন্দিন জীবনে তিনি একজন ধ্বনিবিজ্ঞানকর্মী। কবিতা ছাড়াও নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখালেখি তাঁর প্রিয় বিষয়। আশির দশক থেকে নোয়াখালী জেলা জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি। মুক্তমননে বিশ্বাসী এই কবি প্রেম-দ্রোহের কবিতায় নিয়ত জ্বলে ওঠেন। মাঙ্গলিক ঘরানা আর বাঙালি মুনশিয়ানায় তাঁর কবিতা সকল মানুষকে উদ্দীপ্ত করে। তাই প্রার্থনা, প্রত্যাশার আলোয় উদ্ভাসিত হোক তাঁর সকল শুভ আয়োজন। কবি বর্তমানে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তিনি স্কাউটিংয়ে একজন স্নাতক (বি,এস) উড্ ব্যাজার।

ম পানা উল্যাহ এর বইসমূহ