মাহবুবুর রহমান ফারুক (জন্ম ১৯৪২-এর ২ জুলাই) ১৯৬৬ সালে পরিসংখ্যানে এমএসসি ডিগ্রি অর্জন করে ঝিনাইদহ ক্যাডেট কলেজে শিক্ষকতা পেশায় কর্মজীবন আরম্ভ করেন। দীর্ঘ ৩৫ বৎসর তিনি ঝিনাইদহ সহ ফৌজদারহাট, ময়মনসিংহ গার্লস, রাজশাহী ও বরিশাল ক্যাডেট কলেজসমূহে। শিক্ষকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । তিনি ২০০০ সালে পাবনা ক্যাডেট কলেজ থেকে অধ্যক্ষ থাকাকালীন অবসরে যান। বর্তমানে। তিনি উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে উপাধ্যক্ষ পদে নিয়ােজিত আছেন। বাংলা একাডেমী থেকে ১৯৯৪ সালে তাঁর লেখা ব্যবহারিক ও গাণিতিক পরিসংখ্যান (১-৩ খন্ড), ২০০৬ সালে হজ্ব, ওমরাহ ও উন্নতজীবন এবং ২০০৭ সালে যে নদী মরুপথে (উপন্যাস) প্রকাশিত হয় ।