জন্ম : ৮ ফেব্রুয়ারি ১৯৭১ খ্রিষ্টান পরিবারে। জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব। বসুর কাব্যচিন্তা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৯৯ সালে এমফিল এবং ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছােটগল্পে নিম্নবর্গের মানুষ’ রচনার জন্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি উপাধি লাভ । ২০০০ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনারত। শালােম ফাউন্ডেশন’ (বিশ্বের নির্যাতিত খ্রিষ্টানদের পক্ষে যারা অ্যাডভােকেসি করে) নামে একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খ্রিষ্টান এনজিও ‘সিসিডিবি’র কমিশন সদস্য। প্রকাশিত গ্রন্থ : শওকত আলী ও সেলিনা হােসেনের উপন্যাস : প্রসঙ্গ রাজনীতি’ ; বাংলা কথা-সমালােচনা ও অন্যান্য প্রবন্ধ ; তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছােটগল্পে নিম্নবর্গের মানুষ।