মুহম্মদ মোফাজ্জল নামে লেখেন গল্প ও উপন্যাস। বিভিন্ন জাতীয় দৈনিকেও এ নামে লেখেন। তার বেড়ে ওঠা বহু গুণী মানুষ ও দেশবরেণ্য কবি-সাহিত্যিকের লীলাভূমি নেত্রকোনা জেলায়। লেখালেখির বাইরে চলচ্চিত্র নির্মাণেও হাড়েখড়ি হয়েছে। রানা প্লাজা ও বাংলাদেশের পোশাক শিল্পের ওপর নির্মিত তার প্রমাণ্যচিত্র হচ্ছে—‘প্রাইস ট্যাগই সব নয়’। তিনি ‘চোখ’ শিরোনামে একটি ফিচার ফিল্ম ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন। তিনি পরিসংখ্যানে ¯্নাতক ও ¯্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। বর্তমানে ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত। মানুষ হিসেবে খুব আশাবাদী। ভালো লাগে শিশুসঙ্গ। চোখ জোড়ায় বিস্তীর্ণজোড়া সবুজে। আর কান জোড়ায় লাল-সবুজ পতাকার পতপত শব্দে।