Loading...
নিলুফার ইয়াসমিন ঊষা
লেখকের জীবনী
নিলুফার ইয়াসমিন ঊষা (Nilufar Yasmin Usha)

নিলুফার ইয়াসমিন উষা। পিতা- মােঃ ইউসুফ আলী। মাতা- নিরল আক্তার। ৬ অক্টোবরে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করছেন। কল্পনা করতে ভালােবাসেন তিনি। সে কল্পনাকেই শব্দতে রূপ দেওয়া থেকেই লেখালেখির যাত্রা শুরু হয় তাঁর। ২০২০ সালে অমর একুশে গ্রন্থমেলায় তাঁর প্রথম উপন্যাস 'স্পন্দন' প্রকাশিত হয় এবং ২০২১ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘যে পথে তুমি রবে প্রকাশিত হয়।

নিলুফার ইয়াসমিন ঊষা এর বইসমূহ