Loading...
মিনহাজ চৌধুরী
লেখকের জীবনী
মিনহাজ চৌধুরী (Minhaj Chowdhury)

মিনহাজ চৌধুরী জন্মঃ ২৮ অক্টোবর ১৯৭৩ খ্রীষ্টাব্দ জন্মস্থানঃ সীতাকুণ্ড, চট্টগ্রাম। মিনহাজ চৌধুরী তাঁর মাতুলালয় জোরারগঞ্জ থানার মস্তান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তাঁর পিত্রালয় সীতাকুণ্ড থানার সীতাকুণ্ড ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে চট্টগ্রাম শহরের ওমরগনি মুসলিম এডুকেশন সোসাইটি ইউনিভার্সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রী নেন। এর পরে ঢাকা শহরের ধানমণ্ডিস্থ ইন্টারন্যাশনাল বিজনেস এডমিনিস্ট্রেশন এন্ড ইনফরমেশন সিস্টেম (IBAIS) ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী নেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত প্রকল্পে স্বল্পকালীন মেয়াদে চাকুরী করেন। পরবর্তীতে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স-এ বিভিন্ন মেয়াদে চাকুরী করেন। বর্তমানে এরোবিজ এভিয়েশন সাপোর্ট সার্ভিসেস কোম্পানীতে কর্মরত আছেন। ২০১০ খ্রীষ্টাব্দে ইয়াসমিন খান মিনুর সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাঁদের ফাইজাহ মানহা নামে এক সন্তান রয়েছে। কর্মোপলক্ষে ও ভ্রমণের উদ্দেশ্যে তিনি সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, কাতার, সিঙ্গাপুর, ভারত ও নেপাল সফর করেন। অবসর সময়ে বই পড়া, গান শোনা, টিভি দেখা ও লেখালেখি করা ছাড়াও সুযোগ পেলেই ঘুরে বেড়ানো তাঁর অন্যতম শখ।