Loading...
সনতোষ বড়ুয়া
লেখকের জীবনী
সনতোষ বড়ুয়া (Sontosh Borua)

সন্তোষ বড়ুয়া কবি, ছড়াকার ও গল্পকার। জন্ম ১৯৬৩ সালে চট্টগ্রাম। বাড়ি ফটিকছড়ি থানার হাইদচকিয়া গ্রামে । লেখাপড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। অতপর দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে চাকরি শেষে বর্তমানে আমেরিকা অভিভাসী। ছড়ার বই সামনে দাঁড়া পথরুখে (১৯৮৫) বিড়াল ডাকে মিউ মিউ (২০০৯) ছড়ায় গড়ায় ইতিহাস (২০১০) কিশোর গল্প উর্বা ও তিন পিঁপড়ে (২০০৬) হারবাং বিল ব্যাঙের ঝিল (২০১০) ছোট গল্প শালবৃক্ষের করাতিরা (২০০৬) কাঠবিড়ালি ক্রস ফায়ার (২০০৯) স্মৃতি কাহিনী আমিও পুলিশ ছিলাম (২০১৭) প্রথম কবিতার বই সুরের পোর্ট্রেট ও শ্যামলী মেয়ে অচিরা পাঠচক্র থেকে প্রকাশিত হয় ১৯৯১ সালে। তারপর কবিতায় দীর্ঘ বিরতি।

সনতোষ বড়ুয়া এর বইসমূহ