Loading...
মোহাম্মদ কামরুল ইসলাম
লেখকের জীবনী
মোহাম্মদ কামরুল ইসলাম (Mohammad Kamrul Islam)

বন্দরনগরী চট্টগ্রামস্থ আকবরশাহ থানাধীন,৯নং ওয়ার্ড বিশ্বকলোনী নিবাসী রফিক সওদাগরের নাতি,হাজ্বী মো.দিদারুল আলম এবং বেগম ফুলবানের দ্বিতীয় পুত্র মো.কামরুল ইসলাম একজন শৌখিন মনের,উদারচিত্তের কলমধারী এবং বইপ্রেমী মানুষ। দেখতে ছোটখাটো মানুষটির অদম্য নেশা হলো লেখালেখি,বইপড়া ও বইয়ের কথা ছড়িয়ে দেয়া। মনের তৃপ্ততাকে প্রাধান্য দিয়েই লেখা তার লেখনিমনের স্বকীয়তা ও সক্ষমতা। উল্লেখ্য,বইয়ের প্রতি তার আকৃষ্টতা ও উদারচিত্তের নিদর্শন স্বরূপ গড়ে তুলেছেন বিভিন্ন পাঠাগার এবং যুক্ত আছেন বই ভিত্তিক নানা সংগঠনে। ২০২০ সালের নভেম্বরে প্রকাশিত হয় তার রচিত প্রথম একক অণুগল্প গ্রন্থ "কামরুল'স ডায়েরি"। তিনি সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

মোহাম্মদ কামরুল ইসলাম এর বইসমূহ