মো. মাহমুদ আল ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার বারো বছরেরও বেশি ব্যবসায়িক অভিজ্ঞতাসহ একটি দারুণ পোর্টফোলিও রয়েছে। নিয়মিত লেখালেখির প্রায় ষোলো বছর পার করলেও এটিই তার প্রথম কাব্যগ্রন্থ। তিনি আনন্দ আলো, বৈচিত্র-সহ কয়েকটি পত্রিকায় কাজ করে সর্বশেষ ব্যবসা শুরুর আগে ফিচার লেখক হিসেবে কাজ করেছেন বিখ্যাত দৈনিক ‘প্রথম আলো’-তে। ছোটবেলা থেকেই শখেরবশে লেখালেখি করতেন। এখনও সময় পেলেই লেখালেখি করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুই বন্ধুর সাথে তিনি তার ব্যবসায়ীক জীবন শুরু করেন। একজন তরুণ উদ্যোক্তা হওয়ার মানসিকতা রেখে ২০১৪ সালে তিনি জুবিয়ন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সহ-উদ্যোক্তা ও অর্থ পরিচালক হিসেবে, তিনি ঢাকা জেলার অন্যতম হাউজিং প্রকল্প ‘আকসির নগর’-এও কাজ করে আসছেন। আকসির নগরে তার সাফল্যের সাথে সাথে আবাসন ব্যবসার বৃহত্তর খাতকে মাথায় রেখে প্রতিষ্ঠা করেছেন ‘জুবিয়ন ডেভেলপমেন্ট সলিউশনস্ লিমিটেড’ (জেডডিএসএল) নামে আরেকটি রিয়েল এস্টেট কোম্পানি। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত আছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ঐঊঅঅ) যুগ্ম আহাবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সোনালু প্রেম শালুক সংসারের কবি মাহমুদ আল ফাহাদের জন্ম ১৯৯১ সালের ২৯ শে ডিসেম্বর কুমিল্লায়।