Loading...
মোঃ ইব্রাহিম হোসেন
লেখকের জীবনী
মোঃ ইব্রাহিম হোসেন (Md. Ibrahim Hossen)

১৭-১১-১৯৮৫ সালে রাজশাহী জেলার গােদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ হরিশংকরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি খুব ছােট বেলাতেই তার বাবাকে হারিয়ে ফেলেন। ফলে সংসারে দুঃখ নেমে আসে এবং অতি কষ্টে অভাব অনটনের মধ্য দিয়ে তিলে তিলে হাতে খড়ি পড়ে। তিনি খুব সাধারণভাবে জীবন যাপন করেন। তিনি সপ্তম শ্রেণী থেকেই লেখালেখি শুরু করেন। তাঁর জীবনে প্রথম কবিতা রচনা করেন বিরহ দিয়ে। তার স্বরচিত কবিতার মধ্যে, "চির বিদায়", "বাল্য প্রেমের স্মৃতি"," কলেজ প্রেম", "মাগাে তুমি সুখের বাড়ী", "সবুজে প্রকৃতি","মেঘ বৃষ্টি মেঘ", "শেষ জীবনের চাওয়া", "নূর-মহল", "বুঝবে সেদিন", ইত্যাদি উল্লেখযােগ্য। তাঁর স্বরচিত গল্পঃ- "বাসর রাত", "প্রেমের সমাধি", " মিষ্টি প্রেমের ছোয়া", "বাবু থেকে ইব্রাহিম", ইত্যাদি উল্লেখযােগ্য। তাঁর প্রথম কাব্য গ্রন্থ যৌথ ভাবে প্রকাশ পায় "জোত্সা জলের কাব্য"। এরপর যথাক্রমে " হৃদয় ছোঁয়া কাব্য", "বিষাদের এই সমকাল", " মা আমার জান্নাত", "বিশ্ব নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম ও সাহাবা", "মা আমিনার কোলে চাদ", " আশার আলাের ভুবন", জোছনা মাখা চাদ", "বাহান্ন থেকে একাত্তরে" এবং" নীল আকাশের নিচে" কাব্য গ্রন্থ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

মোঃ ইব্রাহিম হোসেন এর বইসমূহ