জালাল মোহাম্মদ, জন্ম- ১৯৭৮ সালের ১৬ মার্চ শেরপুর জেলাস্থ সদর উপজেলার ১১নং বলাইর চর ইউনিয়নের চর শ্রীপুর গ্রামে। বাবা মো. কবির উদ্দিন এবং মা জমিলা বেগম। সৃজনশীল লেখালেখিতে সংক্ষিপ্ত নাম জালাল মোহাম্মদ ব্যবহার করলেও তাঁর পূর্ণ নাম মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি স্থানীয় চর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৎকালীন চর শ্রীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং জামালপুরের সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে। কর্মজীবনে প্রবেশ করে ইংল্যান্ডের University of Bedford shire থেকে তিনি ডিস্টিংশনসহ MSc in Project Management ডিগ্রি অর্জন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা জালাল মোহাম্মদ ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি উপপ্রধান (উপসচিব) হিসেবে পরিকল্পনা কমিশনে কর্মরত আছেন। এটি লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। হারানো ছন্দ নামে লেখকের একটি ছোটগল্পের বই ইতোমধ্যেই পাঠকপ্রিয় হয়েছে।