Loading...
ডাঃ তাসমিন আজিজ
লেখকের জীবনী
ডাঃ তাসমিন আজিজ (Dr. Tasmin Aziz)

ডাঃ তাসমিন আজিজ, জন্ম ৮ নভেম্বর, ১৯৭০ খ্রি:। জন্মস্থান: গৌরিপুর, কুমিল্লা। বাবা: মরহুম ডাঃ আব্দুল আজিজ এবং মা: মরহুমা কাজী শরিফুন নেসা। সাত ভাই বোনের মধ্যে ষষ্ঠ , সম্ভ্রান্ত মুসলিম পারিবারিক আবহে বেড়ে উঠেছেন, শৈশব থেকেই রাজধানী ঢাকার মালীবাগে বসবাস। অত্যন্ত কৃতিত্বের সাথে এস এস সি (১৯৮৬) এবং এইচএসসি (১৯৮৮)তে উত্তীর্ণ হয়েছেন, বেইলি রোডের ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে। লেখালেখির অভ্যাস ও ছাত্র জীবন থেকেই। পরবর্তীতে এমবিবিএস ডিগ্রি লাভ করেন স্যার। সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। পরে একই প্রতিষ্ঠানে এমফিল মাইক্রোবায়োলজির ছাত্রী ছিলেন। নিয়োজিত আছেন শিক্ষকতায়। স্বামী, ইন্জিনিয়ার মুহসীন উদ্দিন আনওয়ার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। কবি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জননী। এটি তার প্রথম কবিতার বই। কবিতাগুলো পাঠক হৃদয় জয় করবে বলে তিনি আশা করছেন।

ডাঃ তাসমিন আজিজ এর বইসমূহ