Loading...
আকিদুল ইসলাম
লেখকের জীবনী
আকিদুল ইসলাম (Akidul Islam)

রাজবাড়ির পাংশায় ১৯৬৩ সালের ১৩ অক্টোবর জন্ম। প্রায় দুই দশক ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ালেখার সময়েই সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন দেশের প্রথম বিনােদন পাক্ষিক ‘তারকালােকে' সহকারী সম্পাদক ছিলেন মাসিক নিপূণ’ পত্রিকার । প্রবাস থেকে নিয়মিত কলাম লিখছেন দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল দৈনিকে । আকিদুল ইসলামের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য ব্যংককে প্রতিদিন, যেখানেই পা রাখি বধ্যভূমি, শেকলে বাঁধা কফিন, করতলে পােড়া মাটির ঘ্রাণ, দোজখে নর্তকী রাত, আমার দুঃখভারাক্রান্ত স্ত্রী এবং নিদ্রাহীন প্রেমিকাগণ, আমি এখন কোথাও নেই, গল্পগুলাে ব্যক্তিগত নয় । আকিদুল ইসলামের উল্লেখযােগ্য টেলিভিশন নাটকনায়িকা ও বংশীবাদক, একটি ক্যামেরার আত্মকাহিনী, বৃষ্টি ও বিবিধ সঙ্গীত, রূপকথার বেহালা, বৃক্ষ অথবা জলের কাব্য, তাহার নাম শকুন্তলা, একজন অপেক্ষায় আছে, কেউ একা, গল্পটি আংশিক সত্য, তােমাকে দিলাম একটি দুপুর, অথবা একটি খুনের গল্প, কোন আলাে লাগলাে চোখে, তােমার জন্য অশ্রুবিন্দু, তবুও এ গল্পের নায়ক পার্থ, এবং কতিপয় আততায়ী, শারমিনের ব্যক্তিগত গল্প, ঘুমিয়ে পড়েছে মধ্যরাত, দূরের বাড়ি কাছের মানুষ । তিনি গান লিখেছেন সিনেমার জন্য । নাটকের জন্য তার লেখা গানের একটি এ্যালবাম আছে-যৈবতী কইন্যা । অস্ট্রেলিয়ার প্রথম অনলাইন বাংলা পত্রিকা ‘বাসভূমি’র সম্পাদক তিনি। বর্তমানে আকিদুল ইসলামের উদ্যোগে সম্প্রচার শুরু হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম বাংলা টেলিভিমন চ্যানেল বাসভূমি’।