Loading...
অজয় দাশগুপ্ত
লেখকের জীবনী
অজয় দাশগুপ্ত (Ajoy Dasgupta)

অজয় দাশগুপ্ত। মুক্তিযােদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের গৌরবের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়েছেন। সত্তরের দশকের শুরুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক ‘জয়ধ্বনি সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি (১৯৭৪-৭৬), জগন্নাথ হল ছাত্র সংসদ ও রসায়ন বিভাগ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক। সাংবাদিকতার পাশাপাশি আর্থ-সামাজিক বিষয়ে গবেষণা কাজে যুক্ত রয়েছেন। টেলিভিশনেও জনপ্রিয় মুখ।। উল্লেখযােগ্য প্রকাশনা : সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি, একাত্তরের ৭১, একাত্তরের যাত্রী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিবাদের প্রথম বছর (নহ-উল-আলম লেনিনের সঙ্গে যৌথভাবে), সাম্রাজ্যবাদের শৃঙ্খলে বাংলাদেশের অর্থনীতি (মাহবুবজামানের সঙ্গে যৌথভাবে), বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল, বঙ্গবন্ধু ও ছাত্র আন্দোলন, রাজনৈতিক পরিভাষা, অর্থের নীতি অর্থের নৈতিকতা, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসায় সাংবাদিকতা (রােবায়েত ফেরদৌসের সঙ্গে যৌথভাবে), বাংলাদেশ- বদলে যাওয়া বাস্কেট কেস, বাংলাদেশ পাট, পাটচাষী ও পাটশিল্প, রাজনৈতিক পরিভাষা। সম্পাদনা গ্রন্থ : সংগ্রামী নারী যুগে যুগে (দুই খণ্ড, সেলিনা হােসেনের সঙ্গে যৌথভাবে) ও বিজয়ের স্বপ্ন সােপান। অনুবাদ : বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মােহনী নেতৃত্ব ও স্বাধীনতার সংগ্রাম।