Loading...
আরাবী বিনতে শফিক (শিফা)
লেখকের জীবনী
আরাবী বিনতে শফিক (শিফা) (Arabi Binte Shafique (Shifa))

আরাবী বিনতে শফিক ( শিফা ) ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং তিনি একজন মেধাবী লেখক ও খুদে প্রোগ্রামার। প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার একমাত্র সন্তান হয়েও নিজের পছন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা ব্যাতিক্রমি এই শিশু এই বয়সেই নিজের ব্যাক্তিগত লাইব্রেরিতে তিন শতাধিক বইয়ের সংগ্রহ রেখেছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বইয়ের সংখ্যা শতাধিক। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা থেকে নির্মাণ করেন এক পলকে শেখ হাসিনা নামক অ্যাপ। অ্যাপটি নির্মাণ করার জন্য অর্জন করেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে পুরস্কার, আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের হাত থেকে আইসিটি ডিভিশন এর পুরষ্কার এবং আরও বিভিন্ন পুরষ্কার। শেখ রাসেলের আদর্শ জীবন স্মৃতি হিসেবে ধরে রাখতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় লেখক ও ক্ষুদে প্রোগ্রামার আরাবী বিনতে শফিক ( শিফা) নির্মাণ করেন শেখ রাসেল কে নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম মোবাইল অ্যাপ "অদম্য শেখ রাসেল।" অ্যাপটি এখন আইসিটি ডিভিশন এর একাউন্টে গুগল প্লে স্টোর এ রয়েছে। মাত্র দশ বছর বয়সে প্রকাশিত হয় শিশু শিফার লেখা প্রথম বই "এক পলকে শেখ হাসিনা Sheikh Hasina at a glance",বইটি তার নির্মাণ করা এক পলকে শেখ হাসিনা অ্যাপের আলোকে লেখা। এছাড়াও শিফার নির্মাণ করা "অদম্য শেখ রাসেল" অ্যাপের আলোকে প্রকাশিত হয়েছে "অদম্য শেখ রাসেল Indomitable Sheikh Russel" বই। জন্ম: ২৩ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে । মা : কামরুন্নাহার লাকী স্বপ্নজীবী ( গৃহিণী )। বাবা : প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম। শিফা তাদের একমাত্র সন্তান। বাবার চাকরির সুবাদে আরাবী বিনতে শফিক ( শিফা ) এর বেড়ে উঠা ময়মনসিংহের ফুলপুর উপজেলার অফিসার্স কোয়ার্টারে। তাছাড়া শৈশবের বর্ণিল সময়গুলো অতিবাহিত হয়েছে মামা-খালামণিদের সাথে নরসিংদীর নানার বাড়িতে। তবে শিফার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মহিউদ্দিননগর গ্রামে।

আরাবী বিনতে শফিক (শিফা) এর বইসমূহ