লেখক সাধারণত যন্ত্র নিয়ে থাকেন যন্ত্রণায়। কৌশলী দেশে ভালোবেসে প্রকৌশলী পড়ে ফেঁসে, সময় শেষে এসে, দৌড়াচ্ছেন জীবনের রেসে নেচে নেচে। বাদ দিয়ে যন্ত্র, নিয়ে সাথে স্বপ্ন, খুঁজে বেড়ান সুখের মন্ত্র। লেখালেখির মাঝে সুখ পান। তাই লেখার টানে, ধ্যানে এবং জ্ঞানে শান দিয়ে লিখে যেতে চান। মানুষ হয়েও ইচ্ছা দুর্বার ফানুসের মতো নীল আকাশে উড়বার। তাই মাটির গর্ভে পড়বার পূর্বে নিজেকে চান একটুখানি গড়বার। পেন্সিলের আঁচড় কিংবা কলমের আঁচড় যেটাই হোক, যেন তার কর্ম, বুঝিয়ে মর্ম পৃথিবীর বুকে তাকে বাঁচিয়ে রাখে হাজার বছর। এই পর্যন্ত লেখক ছানা মাসুদ রানা বই লিখেছেন চারখানা রুদ্রমাল্য, সুবোধের আয়না, অবনীল নিয়তি এবং সাতাত্তর। সুবোধের আয়না, সাতাত্তর নাম করেছে বেশ। সেই বেশ এর রেশ ধরেই লিখে যাচ্ছেন লেখক সাহেব, ভবিষ্যতে করতে চান ভালো কিছু পেশ ।