দার্শনিক, গবেষক ও চিন্তাবিদ জসিমউদ্দীন নূরনবীর জন্ম ১৯৪৮ সালে নোয়াখালির চাটখিলে । সাম্প্রদায়িক দাঙ্গার এক ভয়ঙ্কর পরিবেশে তাঁর জন্ম ও শৈশব । আজীবন তাই অসাম্প্রদায়িকতা ও উদারনীতি তাঁর আরাধ্য । তালতলা প্রাথমিক স্কুল থেকে হাতেখড়ি, তারপর চাটখিল হাইস্কুলে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে । তিনি দর্শন ও মনোবিজ্ঞান উভয় বিষয়েই পড়েছেন । প্রত্যক্ষ শিক্ষক হিসাবে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের শিক্ষক ও দর্শন বিভাগের এক কালীন চেয়ারম্যান ঋষিতুল্য দার্শনিক শহীদ বুদ্ধিজীবি অধ্যাপক ডঃ জি. সি. দেব (গোবিন্দ চন্দ্ৰ দেব)-কে । এই শ্রদ্ধেয় গুরুর কাছে তিনি লাভ করেন জীবনের দার্শনিক দিশা । প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নয় মাস যুদ্ধ করেন নোয়াখালির বিভিন্ন রণাঙ্গনে যে রণাঙ্গনে বাঙালী সৈন্য ও মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কথা লিখেছেন মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল জেএফআর জ্যাকব এবং ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকশ তাদের ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মৃতি গ্রন্থে । দেশের স্বাধীনতার পর অর্থনৈতিক দুরবস্থা, আইনশৃঙ্খলার চরম অবনতি ও নৈতিক বিপর্যয়ে অন্তরে ক্ষত বিক্ষত হয়ে তিনি জীবন ও জীবিকার উদ্দেশে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে । প্রবাসে তার অভাব গেল কিন্তু মনের ব্যথা গেল না । সে ব্যথা দেশকে নিয়ে আর সে ব্যথা এখন আরও প্রকট দেশের তরুণ সমাজকে নিয়ে । এই নবীনরাই তার মনোভূমির প্রধান অভীষ্ট । তাঁর স্বপ্ন, সাধনা ও সংগ্রামের কথা তিনি বলে যেতে চান দেশের নবীন প্রজন্মের নব উত্থানের মহান প্রত্যাশা নিয়ে । তাদের জীবনে দর্শনের মূল্যবোধ জাগানোর আকাংক্ষা থেকেই এই প্রকাশনা উদ্যোগ ।