Loading...
মুহাম্মদ আল-মামুন
লেখকের জীবনী
মুহাম্মদ আল-মামুন (Mohammad Al-Mamun)

লেখক জামালপুর সদর জেলার বাড়িঘাগুড়ী, পিয়ায়পুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মন্ডলগোষ্ঠি'র সূতিকাগার মরহুম খিদির মন্ডল সাহেবের ছেলে মরহুম মোঃআলী মাহমুদ মন্ডল এর চতুর্থ প্রজন্মের একজন হলেন লেখক। পিতাঃমুহাম্মদ শাহজাহান( অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ), মাতাঃআমেনা বেগম।মন্ডলগোষ্ঠি জামালপুর সদর,জেলায় নানাবিধ সামাজিক ও রাষ্ট্রীয় অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। যেমনঃ স্কুল, মাদ্রাসা,মসজিদ,ঈদগাঁমাঠ ও গণকবরস্থান প্রতিষ্ঠা করা,মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সরকারী প্রতিষ্ঠানের জন্য জমি প্রদান করা ইত্যাদি।লেখক কৃতিত্বের সহিত পিয়ায়পুর এম .এস. কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে এস এস সি, নাসিরাবাদ মহাবিদ্যালয়, ময়মনসিংহ থেকে এইচ, এস, সি পাশ করেন। পরবর্তীতে সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ থেকে কৃতিত্বের সহিত অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন ।উচ্চতর ডিগ্রী অর্জনের পর শুরু করেন কর্ম জীবন । কর্মজীবনের পাশাপাশি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ফাইনান্স এন্ড ব্যাংকিং এর উপর MBA সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ইস্টার্ন ব্যাংক লিঃ, স্টান্ডার চার্টার্ড ব্যাংক লিঃ, ব্রাক ব্যাংক লিঃ ও আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এ উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে কাজ করেন। এছাড়াও ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ এর আজীবন সদস্য হিসেবে তাঁর সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতনতা থেকে বুঝা যায় লেখক শুধু সাহিত্য প্রাঙ্গণে নয় বরং সামাজিক কর্মকান্ডেও সমান ভাবে এগিয়ে আছেন। ছাত্রজীবন ও কর্মজীবনের পাশাপাশি লেখালেখি ছিল তাঁর ধ্যানজ্ঞান।তাঁর প্রকাশিত জনপ্রিয় গ্রন্থগুলো হলোঃ হাবু(পর্ব-১)- উপন্যাস "হাবু(পর্ব-২)-উপন্যাস, প্র-ভা-বি-৭১(পর্ব-১)- কাব্যগ্রন্থ, জেন্টেলম্যান ফাঁইসা গেছে(পর্ব-১)-ছোটগল্প " এবং প্র-ভা-বি-৭১(পর্ব-২)।