Loading...
মানিক মনোয়ার
লেখকের জীবনী
মানিক মনোয়ার (Manik Monowar)

কবিঃ মানিক মনোয়ার। ১৯৮৬ সালের, ৮-জুলাই ফরিদপুর জেলার মধুখালী থানার মধ্য আড়পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ আব্দুল মান্নান শেখ ও মমতাময়ী মাঃ নূরজাহান বেগমের নয় সন্তানের মধ্যে তিনিই সর্ব কনিষ্ঠ। আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি তাঁর লেখাপড়ার জীবন শুরু করেন, আড়পাড়া উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, এবং কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজ থেকে এইস. এস. সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ন হয়ে ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন শুরু করেন এবং সেখান থেকেই তিনি তাঁর শিক্ষাজীবনের স্নাতক ও স্নাতকোত্তর লাভ করেন। লেখালেখি তাঁর কিশোর জীবন থেকে শুরু হলেও জীবনের একটা দীর্ঘ সময় তিনি লেখালেখি থেকে বিরত ছিলেন, যদিও তিনি অনবরত লেখেন না। তাঁর লেখায় দেশপ্রেম থেকে শুরু করে মানুষ, মানবতা, বাস্তবতা, ধর্ম, বিদ্রোহ, সমাজ, প্রকৃতি, প্রেম-বিরহ সহ সমস্তকিছু উঠে এসেছে অকাতরে। তাঁর লেখা স্প্যানিশ ভাষা সহ আরো কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, প্রকাশিত হয়েছে দেশের শীর্ষ ম্যাগাজিন "শব্দঘর" ও দৈনিক পত্রিকা "দৈনিক আজকালের খবর" সহ দেশ ও বিদেশের বিভিন্ন অনলাইন পত্রিকায়। অর্জিত পুরস্কার ও সম্মাননাঃ ১. কাব্যশ্রেয় সম্মাননা-২০১৯। ২. কবিরত্ন সম্মাননা-২০১৯। ৩. আরশি কথা শুভেচ্ছা স্মারক সম্মাননা-২০১৯, ত্রিপুরা, আগরতলা, ভারত। ৪. কাব্যচাষী সাহিত্য পরিষদ সম্মাননা-২০২০। ৫. বাঙ্গালীর কন্ঠ সাহিত্য পুরস্কার-২০২০। ৬. তারুণ্য জাতীয় কবিতা পুরস্কার-২০২১। ৭. বাঙ্গালীর কন্ঠ সাহিত্য পুরস্কার-২০২১। ৮. বাংলাদেশ-ভারত যৌথ আয়োজিত, "বাংলাদেশের সূর্বণ জয়ন্তীর বিশেষ সম্মাননা-২০২২"।

মানিক মনোয়ার এর বইসমূহ