Loading...
শহিদুল আলম
লেখকের জীবনী
শহিদুল আলম (Sahidul Alam)

শহিদুল আলম। জন্ম ১৭ এপ্রিল ১৯৬৩। ছিলেন বিজ্ঞানের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়নে অধ্যয়নের এক পর্বে সাহিত্যিক উচ্ছ্বাসে পড়াশােনায় ইস্তফা দেন, যদিও পরবর্তীকালে স্নাতক সম্পন্ন করেন। কর্মসূত্রে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘকাল। কিছুদিন কাজ করেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এ। বর্তমান কর্মস্থল বারডেম হাসপাতাল। এখানে তিনি ডায়াবেটিক সমিতির প্রেস বিভাগে চিফ ডিজাইনার হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ঘুণপােকার সিংহাসন-১৯৯০, সংবর্ত লাল মােরগের ঝুঁটি-২০০৬, সংবেদ বােবা চিষ্কার-২০১০, উলুখড় জেমস জয়েসের শ্রেষ্ঠগল্প-(অনুদিত গ্রন্থ) ১৯৯৫, বিশ্বসাহিত্য কেন্দ্র। জননীর জন্মকথা-(কিশাের উপন্যাস) ২০১৪, উলুখড় প্রকাশিতব্য গ্রন্থ দাহ (ছােটগল্প)