Loading...
লিওনার্দো গোল্ডবার্গ
লেখকের জীবনী
লিওনার্দো গোল্ডবার্গ (Leonardo Goldberg)

লিওনার্দো গোল্ডবার্গ বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অন্যতম সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক। তাঁর রচিত উপন্যাসগুলো সমসাময়িক লেখক ছাড়াও বহু সমালোচকের প্রশংসা কুড়োতে সমর্থ হয়েছে। তাঁর উপন্যাসগুলো বারোটিরও অধিক ভাষায় অনূদিত হয়ে দুনিয়াজুড়ে এক মিলিয়ন কপিরও অধিক বিক্রিত হয়েছে। তাঁর রচিত কল্পকাহিনি নির্ভর রচনাগুলোর মধ্যে জোয়ানা ব্লালক সিরিজ অন্যতম জনপ্রিয় মেডিক্যাল থ্রিলার। বুদাপেস্টের আন্তর্জাতিক বইমেলাতেও বইটি প্রশংসিত হয়েছে। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস Transplant. এরপর একে একে আরো চৌদ্দটি বই বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। তাঁর রচিত জননন্দিত উপন্যাসগুলোর মধ্যে The Disappearance of Alistair Ainsworth, Fatal Care, A Deadly Practice, Fever Cell, The Cure, The Daughter of Sherlock Holmes Mysteries, The Daughter of Sherlock Holmes প্রভৃতি উল্লেখযোগ্য। ডা. গোল্ডবার্গ দীর্ঘদিন ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। একসময় সেখানে তিনি মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ক্যালিফোর্নিয়ায় বসবাস করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের চার্লসস্টোন উপক‚লীয় এলাকার একদ্বীপে অবসর জীবন কাটাচ্ছেন।

লিওনার্দো গোল্ডবার্গ এর বইসমূহ