ডা. নওশিন শারমিন পূরবী একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, লেখক, শিক্ষক, গবেষক ও নিবেদিত স্বাস্থ্য সচেতনতা কর্মী। এক দশকের বেশি সময় ধরে তিনি নারী সমাজের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে, তাদেরকে সচেতন করতে নিরলসভাবে কাজ করছেন। তিনিই সম্ভবত দেশের প্রথম কোন চিকিৎসক যিনি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয় বার্তা পৌছে দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে নারী স্বাস্থ্য সচেতনতামূলক জনপ্রিয় অনুষ্ঠান ‘তনুমন’ এর পরিকল্পনা ও সঞ্চালনা, ফেইসবুক এবং ইউটিউবে ‘ডা. পূরবী’স হেল্পডেস্ক’ এর মাধ্যমে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, সংক্রমণ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, সম্মানজনক স্বাস্থ্য সেবা, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, পুষ্টি, মানসিক স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিনি বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকেন। এই ওয়েব পোর্টালে সংযুক্ত স্বাস্থ্য বিষয়ে তার লেখা প্রবন্ধ ও লেকচারসমূহ দ্বারা মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তিনি বিশ^খ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফ্ট এর ব্রান্ড এ্যাম্বাসেডর, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক মনোনীত ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এলামনাই (গভর্নমেন্ট অর্গানাইজেশন অফ ইউ,এস) এর সদস্য এবং বিশ্বের সর্ববৃহৎ প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট ‘লিংকড ইন’ এর তালিকাভুক্ত শীর্ষ ১০ স্বাস্থ্য সচেতনতা কর্মীর অন্যতম। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিনি ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জননী।