Loading...
তানজিনা হোসেন
লেখকের জীবনী
তানজিনা হোসেন (Tanzina Hossain)

তানজিনা হোসেন জন্ম ১৯৭৫ সালে, ঢাকায়।বেড়ে উঠেছেন এ শহরেই। পেশায় চিকিত্সক, শিক্ষকতা করেন বেসরকারি মেডিকেল কলেজে। নব্বই দশক থেকে নিয়মিত লিখছেন। প্রথম গল্পগ্রন্থ অগ্নিপায়ী প্রকাশিত হয় ২০০৬ সালে। বিজ্ঞান কল্পকাহিনি লিখে পাঠকপ্রিয়তা পেয়েছেন। তবে সাধারণ গল্প-উপন্যাস রচনাতেও তিনি সমান পারদর্শী। প্রথমা থেকে প্রকাশিত লেখকের আরও দুটি বই হলো এলিনা ও কিনাবালুর গান।

তানজিনা হোসেন এর বইসমূহ