Loading...
আইজাক বাশেভিস সিঙ্গার
লেখকের জীবনী
আইজাক বাশেভিস সিঙ্গার (Isaac basebhish Singer)

আইজাক বাশেভিস সিঙ্গার ২১ নভেম্বর ১৯০২ সালে পােল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ঈডিশ সাহিত্য আন্দোলনের একজন প্রধান ব্যাক্তি ছিলেন। বিখ্যাত ঈডিশ লেখক ইসরায়েল জশুয়া সিঙ্গার (ব্রাদার্স আসখেনাজি’ উপন্যাসের রচয়িতা) তার বড় ভাই। জন্মসূত্রে পােলিশ হলেও ১৯৩৫ সালে সিঙ্গার আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হিব্রু ভাষাতে লেখালেখি শুরু হলেও মূলত ঈডিশ ভাষাতেই তিনি বেশি লিখেছেন। দ্য স্লেভ, গিম্পেল দ্য ফুল, লাভ এণ্ড এক্সাইল, দ্য ফ্যামিলি মস্কাট ও শশাশা তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ। স্মৃতিকথা এবং শিশুদের জন্যও তিনি লিখেছেন। ১৯৭৮ সালে আইজাক বাশেভিস সিঙ্গার সাহিত্যে নােবেল পুরস্কার ছাড়াও আরাে কিছু উল্লেখযােগ্য পুরস্কার লাভ করেন। ১৯৯১ সালের ২৪ জুলাই আমেরিকার ফ্লোরিডা অঙরাজ্যের সাফসাইডে ৮৮ বৎসর বয়সে সিঙ্গার মারা যান।