Loading...
বিশ্বজিৎ মালাকার
লেখকের জীবনী
বিশ্বজিৎ মালাকার (Bishwajit Malakar)

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার রয়েড়া গ্রামে বাংলা ৮ই অগ্রহায়ণ বৃহঃষ্পতি বারে জন্মগ্রহণ করেন। বিকাশ চন্দ্র মালাকার ও বিথীকা রাণী এদের একমাত্র সন্তান তিনি। পিতামহ বিমল কুমার মালাকার একজন বীর মুক্তিযোদ্ধা। বিশিষ্ট কবি গোলাম মোস্তফার মোনহরপুর গ্রামের বিপরীতেই এ কবির গ্রাম, দুটি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে কুমার নদ। উমেদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৫ সালে এস.এস.সি পাশ করেন। শৈলকুপা সিটি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য চলে যান সংকৃতির রাজধানী কুষ্টিয়া শহরে। এখানে তিনি "বাংলা সাহিত্য" নিয়ে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে ২০১৩ সালে স্নাতক ও ২০১৪ সালে স্নাতকোত্তর পাশ করেন।

বিশ্বজিৎ মালাকার এর বইসমূহ