নিক ট্রিনটনের নিজস্ব ওয়েবসাইট আছে। সেখান থেকে নানা ধরনের পরামর্শ ও সেবা পেতে পারেন। www.nicktrenton.com. লেখকের ওয়েবসাইটে প্রবেশ করলেই প্রয়োজনীয় সুস্থতা এবং মানসিক সুখের ৪টি অপরিহার্য কলাকৌশলের ওপর বিনামূল্যের একটি মিনিবুক পাবেন। নিক ট্রিনটন ইলিনয়ের গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছেন এবং আক্ষরিক অর্থেই একজন কৃষকের ছেলে। বেড়ে ওঠার সময় তার সেরা বন্ধু ছিল শিকারী কুকুর লিওনার্ড। অবশেষে, তিনি খামার থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে অনার্স করেন। এরপর মাস্টার্স করেন আচরণগত মনোবিজ্ঞানে। তার পছন্দের কাজগুলো হচ্ছে মানুষের সাথে আলাপ-আলোচনা করা, মানুষ দেখা, লেখালেখি করা প্রভৃতি। তিনি বরফে স্কি করেন এবং পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখেন। এর পাশাপাশি তিনি একটি ফুড শোতেও উপস্থাপনা করেন। যাই হোক, তিনি বেশির ভাগ সময় শিকাগোতেই কাটান।