Loading...
হিয়া জান্নাত
লেখকের জীবনী
হিয়া জান্নাত (Hiya Jannat)

সানজিদা ইসলাম হিয়া (হিয়া জান্নাত) খুবই সাধারণ একজন মানুষ। সাধারণ কিছু স্বপ্ন নিয়েই তার বাস। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী 'থেকে নিজের স্বপ্নের একধাপ পূরণ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে। এখন স্বপ্ন আকাশ ছোঁয়ার যেটা কখনো সম্ভব না। তবুও এতটুকু চাওয়া নিজের সামান্য স্বপ্ন গুলোর মাঝেই যেন আকাশ ছোঁয়া আনন্দ লাভ করতে পারে। কল্পনাবিলাসী এই মানুষটি কল্পনাকেও বাস্তবতা সাথে মিলিয়ে গল্প বুনতে শুরু করে, সেই ছোট গল্প থেকে তৈরি হয়ে যায় একটি জীবন। লেখালেখি জগৎ তার কাছে একটা ভালোবাসার জায়গা। ভালোবাসে জীবনের গল্প শুনতে, ভালোবাসে জীবন পড়তে। সেই জীবন পড়া থেকেই লেখার শুরু। লিখতে চায় সাধারণ মানুষের গল্প। জানাতে চায় সবাইকে তাদের জীবন সম্পর্কে। তার লেখা দুটি বই হলো ' অনুভূতি এবং বিচ্ছেদের দেয়াল'। জন্ম ফরিদপুর জেলার, কোতোয়ালি থানার, দক্ষিণ টেপাখোলা হরিসভাতে। তার শৈশব, কৈশর কেটেছে ফরিদপুরেই। বাবা-মায়ের হাত ধরে পথচলা শুরু, বাবার স্বপ্ন এবং মায়ের আশা তার জীবনের সবথেকে বড় স্বপ্ন। যা পূরণ করায় আশায় প্রতিনিয়ত লড়ে চলেছেন তিনি। তিনি মনে করেন, জীবন ততদিন সুন্দর যতদিন তুমি তাকে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখতে চাও। এই তো সামান্য সময়, এক সেকেন্ডের ভরসায় আটকে থাকা নিঃশ্বাস, যার প্রতিটা বিন্দুই খুব গুরুত্বপূর্ণ। নিজে হেসে এবং অন্যকে হাসিতে মাতিয়ে রাখার মতো সুখ হয়তো দ্বিতীয়টি নেই এটাই তার বিশ্বাস।