Loading...
বেলায়াত হোসেন মামুন
লেখকের জীবনী
বেলায়াত হোসেন মামুন (Belayet Hossain Mamun)

জন্ম ঢাকায়। বসবাস ও বেড়ে ওঠা ঢাকাতেই। পড়েছেন দর্শনশাস্ত্রে। কবিতা লেখা ও দেশের রাজনৈতিক গতিবিধি পাঠ করা প্রিয় শখ। সাংবাদিকতায় যুক্ত ছিলেন। এখন অডিও-ভিজ্যুয়াল নির্মাণ প্রতিষ্ঠান আখড়া’র কর্ণধারা। চলচ্চিত্র-সংস্কৃতি এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ক গবেষণা ও লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন অনিয়মিত দুটি চলচ্চিত্রের কাগজ ম্যূভিয়ানা এবং চিত্ররূপ। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিষয়ক সংকলনগ্রন্থ চলচ্চিত্রপাঠ। বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি। বর্তমানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর সাধারণ সম্পাদক। চলচ্চিত্র শিক্ষা বিষয়ে উৎসাহী এবং দেশে চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম প্রসারে কাজ করছেন। গত দশ বছরের দেশে আয়োজক, সমন্বয়ক, পরিকল্পক ও পরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন অনেক ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, চিত্রনাট্য রচনা কর্মশালা, চলচ্চিত্র পাঠচক্র এবং চলচ্চিত্র নির্মাণ কর্মশালার। ভিন্ন আঙ্গিক ও ভাবনার চলচ্চিত্রের তৎপরতা নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব এর পরিকল্পক ও উৎসব পরিচালক। ২০১১ সালে পোশাক শ্রমিক আন্দোলন নিয়ে নির্মাণ করেছেন তাঁর প্রথম প্রামাণ্যচলচ্চিত্র অনিবার্য। ২০১২ সালে যৌথভাবে নির্মাণ করেন চলচ্চিত্রকার বাদল রহমানের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ।