A.Za.M. Takiullah- ১৯৫২-৫৫ সালে পর্যন্ত রাজবন্দী ছিলেন ১৯৬২ সালে ৬ই ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আবার গ্রেপ্তার হন এবং সর্বজনাব শেখ মুজিবুর রহমান, তফাজ্জল হোসেন (মানিক মিয়া), তাজউদ্দিন আহম্মদ, কফিলউদ্দিন চৌধুরী, আবুল মনসুর আহম্মদ প্রমুখের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২৬নং সেলে বন্দী ছিলেন। মুহম্মদ তকীয়ূল্লাহ্, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ সূচীত ও বাংলা একাডেমী প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জির সংস্কার সাধন করেছেন। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই বর্ষপঞ্জি বাংলাদেশে প্রচলিত আছে। তকীয়ূল্লাহ্ প্রস্তাবিত পদ্ধতিতে ১৪০২ বঙ্গাব্দ হতে বাংলাসনের বর্ষপঞ্জির (শহীদুল্লাহ্ বর্ষপঞ্জি) দিন তারিখ গণনা করা হচ্ছে। তকীয়ূল্লাহ্ বর্তমানে গবেষক ও লেখক হিসাবে কর্মরত আছেন। তিনি বাংলা একাডেমী, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জীবনসদস্য এবং American Society of Animal Science (USA), National Geographic Society (USA)- -এর সদস্য।