Loading...
মেরিনা সাঈদ
লেখকের জীবনী
মেরিনা সাঈদ (Marina Sayeed)

মেরিনা সঈদ জন্ম ঢাকায় নিজ বাড়ি, ৪ এপ্রিল । আদি নিবাস নড়াইল জেলা । তার পিতা প্রখ্যাত সাহিত্যিক বাঙ্গাল আবু সঈদ। তাঁর প্রণীত গ্রন্থাবলি উপন্যাস, প্রবন্ধ, কিশাের উপন্যাস, শিশু সাহিত্য, গানের বই, নাটক ও কবিতা। তার পূর্বসুরিরা সাহিত্যের সাথে জড়িত এবং পূর্ববংশ পরিচয় মরহুম গাজী আনসার উদ্দিন সিক্কাদার। বাদশাহ টিপু সুলতানের পদস্থ সৈনিক, পরে কোষাধ্যক্ষ বা সিক্কাদার পদে অধিষ্ঠিত হন। (১৭৭২-১৭৮৫ খৃষ্টাব্দে ওয়ারেন হেস্টিংসের সময়) মরহুম গাজী হায়াত উদ্দিন মরহুম আজিম উদ্দিন সিক্কাদার জেলা ফরিদপুর গ্রাম সাড়দি। কবির চাচা ডাঃ আকরাম সঈদ ওবিই ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে তার বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। কবি ঢাকায় শান্তা মারিয়াম ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করে উচ্চ শিক্ষার জন্য দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। বহুবার ভারত, মালয়েশিয়া, নেপাল ও চায়না সফর করেন। তিনি অরাজনৈতিক সংগঠন ‘কবি বাঙ্গাল আবু সঈদ ভাষানী স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃিতিক সংগঠনের সাথে জড়িত। মেরিনা সঈদ জাতীয়ভাবে কবি, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে কয়েকটি পদক পেয়েছেন। তিনি অনলাইন মিডিয়া ‘রেডটাইমস্ বিডি ২৪ ডটকম'এ সাব এডিটর, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের নির্বাহী সদস্য। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে চেতনার ‘সুরধ্বনি’, ‘অবচেতন মন’, ‘ভালােবাসার ভালােবাসায়’, ‘প্রিয় মুখ’, ‘প্রিয় হাসি’ ও ‘কাব্যগ্রন্থ।

মেরিনা সাঈদ এর বইসমূহ