আসলে, লেখক মূলত, তার লেখনী দিয়েই পাঠকের সাথে পরিচিত হয়। বই এর সাদা পাতায় বিন্যস্ত সব জাদুকরী শব্দজাল আর বাক্য বিন্যাসের শৈল্পিক নান্দনিকতার দক্ষতাই লেখককে তার ভালোবাসার পাঠকদের হৃদয়ের কাছাকাছি নিয়ে যায়। আর এই হৃদ্যতাই তাকে পাঠকের মমতার সঙ্গে বেঁধে নেয় আজীবন। তাই আমার মনে হয়, একজন লেখকের তার নিজের সম্পর্কে তেমন আলাদা করেকোন পরিচয় দেবার কিছু নেই। তার কারণ, একজন কলম সৈনিকের সবচেয়ে বড় পরিচয় সে নিজেই। তাই আমি বলব, আমার একমাত্র পরিচয়, আমি একজন লেখক। - সোনিয়া তাসনিম