১৯৮৫ সালের ৩রা মার্চ। মনিরুল ইসলাম নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা হযরত আলী ইসলামপুর দাখিল মাদ্রাসার এবতেদায়ী সহকারী মৌলভী ও মাতা প্রয়াত মঞ্জুয়ারা। তিন ভাই বোনের মধ্যে কবি বাবা-মা’র প্রথম সন্তান। বাল্যকাল থেকেই পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন গুণী লেখকের বই পাঠে অভ্যস্থ ছিলেন তিনি। বই পড়ার নেশা থেকেই লেখা-লেখির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।লিখতে শুরু করেন অণু কবিতা, ছোটগল্প, হামদ-নাত। তৎকালীন “কিশোর কন্ঠ” নামক জনপ্রিয় মাসিক ম্যাগাজিনে কবির বেশ কিছু অণু কবিতা ও ছড়া প্রকাশ হয়। "শ্রাবণের বুকে বৃষ্টি" লেখকের প্রথম গল্পগ্রন্থ। এই গ্রন্থে ৬ টি গল্প রয়েছে। যেগুলো বর্তমান প্রেক্ষাপটের আলোকে লেখা। আশা করি বইটি পাঠ করে চমৎকৃত হবেন।