Loading...
মুহাম্মদ লুৎফুল হক
লেখকের জীবনী
মুহাম্মদ লুৎফুল হক (Muhammad Lutful Haque)

মুহাম্মদ লুফুল হক জন্ম ১৯৫৫, দিনাজপুরে। ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে। কমিশন পান। ২০০৫ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নেন। বাঙালির সামরিক ইতিহাস এবং স্বাধীনতাযুদ্ধ নিয়ে। গবেষণা করছেন। প্রকাশিত গবেষণাগ্রন্থ : স্বাধীনতাযুদ্ধের বীরত্বসূচক খেতাব। ' (২০০৬), বাঙালি পল্টন: ব্রিটিশ ভারতের বাঙালি রেজিমেন্ট(২০১২)। সম্পাদনা : রাজশাহী ১৯৭১ (যৌথ, ' ২০১২), কামালপুর ১৯৭১ (২০১২),। মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স (২০১৩), দিনাজপুর ১৯৭১ (২০১৩)।

মুহাম্মদ লুৎফুল হক এর বইসমূহ