Loading...
মোহাম্মদ আরিফুল ইসলাম
লেখকের জীবনী
মোহাম্মদ আরিফুল ইসলাম (Mohammad Ariful Islam)

মোহাম্মদ আরিফুল ইসলাম, লার্নিং ইন্ডাস্ট্রিতে ম্যাক আরিফ নামে পরিচিত। তিনি একজন ট্রেনিং কোয়ালিফিকেশনস ইউকে সার্টিফাইড লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল,ক্যারিয়ার স্ট্রাটেজিস্ট এণ্ড কোচ, সার্টিফাইড সফট স্কিল ট্রেইনার ও ইয়ুথ মেন্টর। তিনি “Mak Arif Learning Academy (MLA)” ও “Lumenis Learning” নামক ট্রেনিং, কনসালটিং এবং কোচিং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও। লেখক বর্তমানে Professional Doctoral Candidate in Learning & Development at European International University, Paris-France এ “21st Century- Design, Development & Delivery of Training” রিসার্চে অধ্যয়নরত আছেন। মোহাম্মদ আরিফুল ইসলাম ভারতের ব্যাঙ্গালোরের Asian College of Teachers- ACT থেকে Teaching, Training and Developing Professional এর উপর আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রফেশনাল সার্টিফাইড ট্রেইনার ও কোচ। লেখক বর্তমানে স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানি ESI Global Education & Migration Bangladesh এর কান্ট্রি ডিরেক্টর এন্ড হেড অফ ট্রেনিং হিসেবে কর্মরত আছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সাথেও জড়িত ও বর্তমানে Assistant Professor, Department of Business Administration under Faculty of Business & Entrepreneurship এ কর্মরত আছেন। তিনি কর্পোরেট ইন্ড্রাস্ট্রিতে ১০ বছরেরও বেশী সময় যাবত ধরে কাজ করে যাচ্ছেন, তার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন, স্বনামধন্য কংলোমারেট -মাল্টি ইন্ডাস্ট্রি কোম্পানি, রিটেইল , আইটি ,ইউনিভার্সিটি, গার্মেন্টস ও ইন্টারন্যাশনাল কল সেন্টার। বাংলাদেশ গভর্নমেন্ট ও ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, ICT ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এর (LICT) প্রজেক্টের হয়ে (EY ) এর সার্টিফাইড সফট স্কিল ট্রেইনার হিসেবেও কাজ করেছেন তিনি । লেখক বাংলাদেশের প্রথম লিডারশীপ ভিত্তিক রিয়েলিটি শো -ফিউচার লিডারস প্রোগ্রাম (FLP-Season 3) চ্যানেল আই ২০১৫ উইনার।