Loading...
হেইন কিসলিং
লেখকের জীবনী
হেইন কিসলিং (Hein Kisling)

ড. হেইন কিসলিং একজন রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ। তিনি লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তিনি ১৯৮৯ থেকে ২০০২ পর্যন্ত পাকিস্তানে বসবাস করেছিলেন, যার মধ্যে ৪ বছর কোয়েটায় এবং ৯ বছর ইসলামাবাদে ছিলেন। উক্ত সময়ে তিনি পাকিস্তানের রাজনৈতিক, সামরিক ও ইন্টেলিজেন্স এলিটদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছিলেন। ২০০২ সালে তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানির ‘অর্ডার অব মেরিট' সম্মানে ভূষিত হন।