Loading...
সারোয়ার জাহান
লেখকের জীবনী
সারোয়ার জাহান (Sarowar Jahan)

পল্লীকবি জসীমউদদীনের অমর সৃষ্টি। ‘নসীকাঁথার মাঠ'-এর স্মৃতিবিজড়িত। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চারিপাড়া নামক এক নিভৃতগ্রামে সারােয়ার জাহানের জন্য ১৯৭৭ সালের ২০ জানুয়ারি। বাবা সােহরাব উদ্দিন ও মা নুরজাহান বেগমের সাত সন্তানের মধ্যে তিনি তৃতীয়। বাংলা সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তিনি অধ্যাপনার মতাে মহান পেশায় নিজেকে নিয়ােজিত করেন। মেধা ও মননের বিকাশ ঘটানাের পাশাপাশি তিনি প্রায় দুই যুগ ধরে কাব্যচর্চায় নিমগ্ন রয়েছেন। নিভৃতচারী প্রচারবিমুখ সারােয়ারকে বাহ্যিক কোনাে অপরাজনীতি বা মতবাদ একেবারেই আকষ্ট করে না। পড়ার ঘর ও লেখার টেবিলের প্রতি তার প্রগাঢ় আকর্ষণ। বাড়ির পাশ দিয়ে প্রবহমান ব্রহ্মপুত্রের কাছে তিনি দীক্ষা নিয়েছেন ধৈর্য, দ্রোহ ও প্রেমের। খুব কাছ থেকে তিনি প্রত্যক্ষ করেছেন এ নদের ভাঙাগড়ার খেলা। নদী, নারী, নক্ষত্র, ফুল, পাখি, প্রজাপতি তাকে ডেকে নিয়ে যায় প্রকৃতির নিটোল সৌন্দর্যের প্রান্তরে।। প্রকৃতি, দেশ, কাল, সমাজ তার পর্যবেক্ষণ ও শিল্পদৃষ্টিকে শাণিত করে মানুষের অকত্রিম অমল ধবল অনুভব-প্রেমের শিল্পিত রূপ তাঁকে মােহিত করে। কখনাে এই প্রেমেরই ভিন্ন রূপ দেখে তিনি হন ব্যথিত, বিস্মিত, ক্ষুব্ধ। তার এই বিমােহিত অনুভব বা অভিমানী হৃদয়ের আশাহত আর্তনাদের শিল্পিত প্রকাশ ঘটে কবিতায়। নিয়ত তিনি লিখে চলেছেন, আমৃত্যু মগ্ন থাকতে চান লেখালেখিতেই।। ব্যক্তিগতজীবনে সারােয়ার জাহানের সহধর্মিণী। রাবেয়া খাতুনও শিক্ষকতার মতাে মহান ব্রত নিয়েই অতিবাহিত করছেন তার যাপিত জীবন।। তাসনিম জাহান রূপন্তি এবং রওনক জাহান প্রিয়ন্তি নামক দই কন্যাসন্তান তাদের ঘরকে। আলােকিত ও মুখরিত করে রেখেছে।