Loading...
সালমা বিনতে শামছ
লেখকের জীবনী
সালমা বিনতে শামছ (Salma Binte Shamch)

সালমা বিনতে শামছ, পিতা শামসুল আলম, মাতা হাবীবা আলম। ছোটবেলা থেকে ঢাকার ধামরাইতে বেড়ে উঠা হলেও জন্ম ১০ ডিসেম্বর নোয়াখালিতে, পিতৃস্থান কুমিল্লা। পড়াশুনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স, মাস্টার্স (অধ্যায়নরত) পাশাপাশি হাদিস বিভাগে কামিল (অধ্যায়নরত) ছোট বেলা থেকে লেখালেখির সঙ্গে জড়িত। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে কবিতা, গল্প, উপন্যাস লিখেন। অসংখ্য যৌথ গ্রন্থের সাথে রয়েছে একক গ্রন্থ "অস্তিত্ব', ধ্রুবতারা, নীল পাখির চিলেকোঠা, ও শান্তি একটি ফুলের নাম"।

সালমা বিনতে শামছ এর বইসমূহ