Loading...
হৃদিতা তাহ্সীন
লেখকের জীবনী
হৃদিতা তাহ্সীন (Hridita Tahsin)

হৃদিতা তাহসীন জন্ম ৩০ মে ১৯৯৬। বরিশাল বিভাগে বাসস্থান। বাবা মায়ের একমাত্র মেয়ে। স্বপ্ন অনেক। বড় হবার, ভালাে কাজ দিয়ে সবার মন জয় করার। ইংরেজি সাহিত্যের ছাত্রী হলেও বাংলা কবিতা ও গল্পে আগ্রহী বেশ। ছােটবেলা থেকেই বইপ্রেমী বিভিন্ন ধর্মের রীতিনীতি, পৌরাণিক গল্প আর অজানা রহস্যের প্রতি আগ্রহ সীমাহীন। এছাড়া ছােটবেলা থেকেই সাংস্কৃতিমনা ছিলেন। তাই কবিতা, নাচ, বক্তৃতা, সমাজসেবা ও খেলাধুলায় অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

হৃদিতা তাহ্সীন এর বইসমূহ